প্রকাশিত: Thu, Feb 9, 2023 4:51 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:11 AM

নারী অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলে নেপালকে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

এল আর বাদল: নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবলে প্রাপ্তির পূর্ণতায় ভাসলো বাংলাদেশ দল। এর আগে ২০১৮ ও ২০২১ সালেও চ্যাম্পিয়ন হয়েছিলো লাল-সবুজের মেয়েরা।

এই আসরে গ্রুপ পর্বের খেলায় নেপাল ও ভারতকে হারিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। এবারের ফাইনালেও নেপালকে হারিয়ে শিরোপা ঘরে তুললো বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নেপালকে ৩-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ দল। 

এই কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম দুই ম্যাচে নেপাল ও ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিলো, ফাইনালে সেই ১১ জনকেই বেছে নেন কোচ গোলাম রব্বানী ছোটন। শুরু থেকে নেপালের ওপর চড়াও হয়ে খেলেও গোল পাচ্ছিল না বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় মিনিটেই আকলিমা খাতুন পেয়েছিলেন সহজ একটি সুযোগ। নেপালি গোলরক্ষক কবিতা বক্সের মাথায় এসে আক্রমণ ঠেকাতে এলে বল পেয়ে যান আকলিমা। ফাঁকা পোস্ট ছিল তখন। কিন্তু যে শট নিয়েছিলেন আকলিমা, তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৪২ মিনিটে রিপা গোল করে দলকে এগিয়ে নেন। এরপর যোগ করা সময়ে অর্থাৎ ৪৬ মিনিটে শামসুন্নাহার গোল করে বিরতি পর্যন্ত দলকে ২-০ গোলে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধেও স্বাগতিক বাংলাদেশ আক্রমণের ধারা বজায় রেখে খেলে। তবে গোলের ব্যবধান কমাতে যার পরনাই লড়েছে নেপাল। তারা গোলেরও একাধিক সুযোগ পেয়েছিলো। কিন্তু গোলরক্ষক দৃঢ়তার সঙ্গে আক্রমণগুলো মোকাবিলা করে।  খেলার ৮৭ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোলের দেখা পায়। রিপার ফ্রি-কিক থেকে আফিদা আক্তার বক্সের ভেতর থেকে মাথা ছুঁইয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন। সম্পাদনা: মোশাররফ